ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে উদ্ধার ৩৬ ॥ এবার মালয়েশিয়া পাচারের চেষ্টা রুখে দিল কোস্টগার্

প্রকাশিত: ০৫:১৮, ৪ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রাম থেকে উদ্ধার ৩৬ ॥ এবার মালয়েশিয়া পাচারের চেষ্টা রুখে দিল কোস্টগার্

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবার চট্টগ্রাম থেকে সমুদ্র পথে মালয়েশিয়ায় পাড়ি জমানোর প্রচেষ্টা রোধ করেছে কোস্টগার্ড। থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় দাস প্রথাসহ বিভিন্নভাবে আদম পাচারের চেষ্টার জন্য আগে পাচারকারী চক্র কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনকে ব্যবহার করত। এবার কর্ণফুলী নদী থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রার সময় ৩৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড জড়িত ইঞ্জিনচালিত নৌকার ৫ মাঝিমাল্লা এবং একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কর্ণফুলীর পোতাশ্রয়কে পাচারকারীরা নতুন করে মানব পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহারের ঘটনা এই প্রথম। কোস্টগার্ড সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টহল জাহাজ শেটগাং পতেঙ্গা বোট ক্লাবের কাছে একটি ইঞ্জিন নৌকাকে আটক করে। কোস্টগার্ডের কাছে তথ্য ছিল এ ইঞ্জিন নৌকাটি মালয়েশিয়ায় আদম পাচারের জন্য প্রস্তুতি নেয়। কাঠের তৈরি ইঞ্জিন নৌকাটি বোট ক্লাব থেকে মাঝিরঘাট এলাকায় এসে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রী নিয়ে সাগর পাড়ি দেয়ার কথা ছিল। নৌকাটি আটকের পর মাঝিমাল্লারা পাচারের প্রস্তুতির কথা স্বীকার করে। তাদের তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা পাথরঘাটা এলাকায় অভিযান চালায়। আটক করা হয় কবির হোসেন (৬০) নামের এক আদম পাচারকারীকে। তার স্বীকারোক্তি মোতাবেক মাঝিরঘাট এলাকায় মালয়েশিয়ার উদ্দেশে পাচারের জন্য জমায়েত করা ৩৬ জনকে একত্রিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের কোস্টগার্ড আটক করে। এদের মধ্যে মাগুরা, যশোর ও টাঙ্গাইলের ৭ জন, মাদারীপুর-৬, নরসিংদীর ৫, বগুড়ার ২ জন, লক্ষ্মীপুর ও সাতক্ষীরার ১ জন করে বাসিন্দা রয়েছে বলে জানা যায়।
×