ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী হাসপাতালে প্রথম

পিত্তথলির জটিল চিকিৎসার ব্যবস্থা

প্রকাশিত: ০৪:৩০, ৪ ডিসেম্বর ২০১৪

পিত্তথলির জটিল চিকিৎসার ব্যবস্থা

স্টাফ রিপোর্টর ॥ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বহিঃবিভাগ। দেশের সরকারী হাসপাতালে এই প্রথম এ ধরনের একটি বিভাগ চালু হলো। এখানে লিভার, অগ্ন্যাশয়, পিত্তথলি ও পিত্তনালীর জটিল সার্জিক্যাল রোগীর ব্যবস্থাপত্রও দেয়া হবে। পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্ট করার আগের সকল ধরনের মূল্যায়নও করা হবে। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে রোগীর সামর্থ্যরে মধ্যে সাশ্রয়ী মূল্যে এ চিকিৎসাসেবা দেয়া হবে।
×