ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর ৩২ সরকারী হাইস্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে

প্রকাশিত: ০৪:৩০, ৪ ডিসেম্বর ২০১৪

রাজধানীর ৩২  সরকারী হাইস্কুলে  অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ৩২টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো চলছে অনলাইনে নতুন শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম। বুধবার সন্ধ্যা পর্যন্ত আবেদন জমা পড়েছে সাড়ে সাত হাজার। মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হয়েছে। চলবে টানা ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর ফলে অভিভাবকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করার বিরম্বনার অবসান হলো। এদিকে ভর্তির শুরুতেই রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে শিশুদের ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোনভাবেই ১০ হাজার টাকার বেশি নেয়া যাবে নাÑ মন্ত্রণালয় এমন হুঁশিয়ারি দিলেও বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তিতে আদায় করা হচ্ছে ২০ থেকে ২১ হাজার টাকা। এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে সন্তানকে ভর্তি করাতেই অভিভাবকদের গুনতে হচ্ছে ১৮ হাজার ৩০০ টাকা। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন পরিচালিক স্কুল এ্যান্ড কলেজে এখন পর্যন্ত প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্তই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সরকারের ভর্তি নীতিমালাকে থোরাই কেয়ার করে হাজার হাজার টাকা নেয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝে। ইতোমধ্যেই অভিভাবকরা কর্তৃপক্ষের কাছে তাদের ক্ষোভের কথা জানিয়েছে। তবে টাকা কমানোর কোন আশ্বাস না পাওয়ায় ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছেন অভিভাবকরা। তাঁরা অবিলম্বে বিষয়টিকে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, বেসরকারী স্কুলের তুলনায় একটু দেরিতেই মঙ্গলবার রাত ১২টা থেকে রাজধানীর ৩২টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে অনলাইনে ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম। কেবল অনলাইনেই (িি.িফংযব.মংধ.বফঁ.নফ) আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না। ওয়েবসাইটে আবেদনের সকল নির্দেশনা দেয়া আছে।
×