ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিসর্গে নতুন মাত্রা

প্রকাশিত: ০৪:২৮, ৪ ডিসেম্বর ২০১৪

নিসর্গে নতুন মাত্রা

কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও? গুড় মুড়ি খাও...! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই শিশুতোষ কবিতা। আমরা সবাই পড়েছি। কাঠবেড়ালি দেখলেই মনে পড়ে যায় নজরুলের এই কবিতা। কিন্তু দেশে যে হারে বৃক্ষ নিধন চলছে তাতে প্রকৃতির এই অনুপম সৌন্দর্যের কাঠবেড়ালি সচরাচর চোখে পড়ে না, এটি এখন আমাদের শৈশবের স্মৃতিকেই নাড়া দেয়। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিকেলে দেখা যায় একটি কাঠবেড়ালি কাঠবাদাম চিবুচ্ছে। তার সুদৃশ্য লম্বা তুলতুলে লেজ আর বাহারী রং উদ্যানের নৈসর্গিক সৌন্দর্যকে মুহর্’র্তেই নতুন মাত্রা দিয়েছে। আমরা হারিয়ে যাই শৈশবের সেই ‘খুকু ও কাঠবেড়ালি’ কবিতার স্মৃতিচারণে। কংক্রিটের জঙ্গলসম এই প্রাণহীন নগরীতে এরকম ছিটেফোঁটা নৈসর্গিক সৌন্দর্য জীবনকে নতুন আনন্দে ভরিয়ে দেয়। দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিম
×