ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলের আত্মা এখনও সঙ্গী ক্লার্কের

প্রকাশিত: ০৪:২৪, ৪ ডিসেম্বর ২০১৪

ফিলের আত্মা এখনও সঙ্গী ক্লার্কের

স্পোর্টস রিপোর্টার ॥ এ নিয়ে তৃতীয়বার কাঁদলেন মাইকেল ক্লার্ক। প্রথমবার ২৭ নবেম্বর বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টের হাসপাতালে ছোট ভাই ফিলিপ হিউজেস যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩০ নবেম্বর রবিবার তার দু’দিন পর ২৬তম জন্ম দিনে ও গতকাল বুধবার শেষকৃত্য অনুষ্ঠানে ফের কাঁদলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। জন্মদিনেই যিনি হিউজেসকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন। চিরবিদায়ের দিনে বললেন, সেই ভাইয়ের আত্মা এখনও তার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, ডাকছে হাতছানি দিয়ে, কথা বলছে। অকালপ্রয়াত সতীর্থে অনেকটাই আচ্ছন্ন ক্লার্ক। শেষকৃত্যের শেষ যাত্রায় হিউজেসের কফিন বয়ে নেয়া বাবা ও ভাইয়ের সঙ্গে ছিলেন ক্লার্কও। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘রাতে আমি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) মাঠের মধ্য দিয়ে হেঁটেছি। পায়ের তলায় সেই একই ঘাসের ফলা, যেখানে সে ও আমি ছিলাম, এখানে তার অনেক সতীর্থ মিলে জুটি গড়েছিলাম। খেলার দিনগুলোয় মাথায় আঁকা স্বপ্নের সঙ্গে বসবাস করতাম। তার আত্মা ছুঁয়েছে এই মাটি। এ জন্য এই মাঠ আমার কাছে সারা জীবন পবিত্র থাকবে। যেখানে ফিলিপের অস্তিত্ব অনুভব করতে পারব। কিভাবে সে বিশ্বের কোটি মানুষকে নাড়া দিয়েছে, সেটিও দেখতে পাব। ওর প্রতি ক্রিকেটপ্রেমীদের এই শ্রদ্ধা আমাকে সামনে এগিয়ে নেবে। সত্যি বলতে, হিউজেসের আত্মা এখনও আমার সঙ্গী হয়ে আছে, হাতছানি দিচ্ছে, কখনও বা পাশে এসে কথা বলছে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ও মোড়ল ভারতের ক্রিকেট সম্পর্ক কখনও মধুর ছিল না। কিন্তু হিউজেসের মৃত্যু তাদেরও কাছাকাছি এনেছে। মারা যাওয়ার দিনেই ভারতীয় বোর্ড জানিয়েছে, নির্ধারিত সিরিজ শুরুর জন্য মোটেই চাপ দেবে না তারা। শেষকৃত্যে কেবল ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিই নয়, উপস্থিতি ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারী সফরে যিনি আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন। নিজের টুইটারে মোদি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য এ এক হৃদয়বিদারক দিন। ফিলিপ হিউজেস আমরা তোমাকে মিস করব। তোমার খেলাই আমাদের মন জয় করে নিয়েছে। সব ভুলে আরও কাছাকাছি হওয়ার সুযোগ করে দিয়েছে। জন্মশহর ম্যাকসভিলে অকালপ্রয়াত হিউজেসের শেষকৃত্যে মানুষের ঢল নামে, ছিলেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টনি এ্যাবট, ভারতের নরেন্দ্র মোদি, বিরাট কোহলিসহ হাজারও ভিনদেশী। গ্রেট শচীন টেন্ডুলকরের বার্তা, ‘উই মিস উই ফিল।’ তোমার উন্মাদনা শিক্ষণীয়। একগ্রতায় আমি প্রভাবিত। টুইটারে ২০১৩ আইপিলে সতীর্থ হিউজেসের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন ক্রিকেটদেবতা। আরেক সাবেক কিংবদন্তি অনিল কুম্বলে লেখেন, ‘ফিলিপ হিউজেস রিপ ৬৩ নটআউট। ক্রিকেট তোমাকে মিস করবে।’
×