ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারদাকাণ্ডে জড়িতের অভিযোগ

কলকাতায় সিপিএমের মিছিল, মমতাকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ০৪:১২, ৪ ডিসেম্বর ২০১৪

কলকাতায় সিপিএমের  মিছিল, মমতাকে  গ্রেফতারের দাবি

সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জেরা ও প্রয়োজনে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাম নেতারা। মঙ্গলবার কলকাতায় এক মিছিল থেকে তাঁরা এ দাবি জানান। এর আগে সোমবার একই অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া রাজ্যসভা সদস্য কুণাল ঘোষ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের। রাজ্যের আরেক বিরোধী দল বিজেপি মমতার বিরুদ্ধে অভিযোগ তুললেও এখন পর্যন্ত তাকে গ্রেফতারের দাবি জানায়নি। রবিবার ধর্মতলার সভায় সারদা নিয়ে মমতাকে তুলোধনা করে ক্ষান্ত হয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সারদা কেলেঙ্কারিতে মমতার নাম উঠে এলেও কেন তাকে জেরা করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে মোদির সঙ্গে দেখা করার সময় চেয়েছেন সিপিএম নেতা সূর্যকান্ত। সে জন্য তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। বাম নেতারা মিছিলে আওয়াজ তোলেন ‘গলি গলি মে শোর হ্যায়, মুখ্যমন্ত্রী চোর হ্যায়’। তাঁরা ঘোষণা করেন, এই সরকারকে নবান্ন থেকে না হটানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজেপির বিপদ সামলাতে বামেদের পাশে পাওয়ার জন্য সম্প্রতি বারবার বার্তা দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মমতা নিজেও স্পষ্ট করেছেন, বিজেপি বিরোধী জোটে সিপিএমকে পাশে নিতেও সমস্যা নেই তার। দিল্লীতে কংগ্রেসের অনুষ্ঠানে গিয়ে সীতারাম ইয়েচুরিকে পর্যন্ত বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে আসার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা সম্প্রতি বলেছিলেন, সারদা কেলেঙ্কারির ঘটনায় অপরাধ প্রমাণিত হলে তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
×