ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দিতে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান

প্রকাশিত: ০৪:১২, ৪ ডিসেম্বর ২০১৪

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দিতে ইসরাইলের প্রতি জাতিসংঘের  আহ্বান

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ জন্য বিশ্ব সংস্থায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। আরব রাষ্ট্রগুলোর তোলা এ প্রস্তাব জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ১৬১ ভোট আর বিপক্ষে পড়েছে মাত্র পাঁচটি ভোট। ১৮টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। যে পাঁচটি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে তার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা রয়েছে। প্রস্তাবে এনপিটিতে যোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং দখলদার এ রাষ্ট্রটির পরমাণু স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নজরদারিতে আনার কথা বলা হয়েছে। ১৮টি আরব দেশ এ প্রস্তাব তোলে এবং এতে তারা ইসরাইলের পরমাণু কর্মসূচীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। -এএফপি
×