ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তানজিনা লাকির এগিয়ে চলা

প্রকাশিত: ০৪:০৭, ৪ ডিসেম্বর ২০১৪

তানজিনা লাকির এগিয়ে চলা

স্টাফ রিপোর্টার ॥ এক সময় ছিলেন রেডিও জকি। তবে এখন তিনি একের পর এক খ- ও ধারাবাহিক নাটকের অভিনেত্রী হিসেবে কাজ করছেন। তিনি তানজিনা লাকি। রাজধানীর মিরপুরের মেয়ে তানজিনা লাকির মিডিয়াতে যাত্রা শুরু হয় ২০১১ সালে অনলাইন রেডিও ‘স্বদেশ’-এ একজন রেডিও জকি হিসেবে। সেখানে টানা পাঁচ ছয় মাস কাজ করার পর একুশে টেলিভিশনের ‘বিনোদনের বিশ্ব’ ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন। তবে সেখানে কাজ করা অবস্থাতেই তিনি প্রথম মারুফ মিঠুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বিশেষ দ্রষ্টব্য’তে কাজ করার সুযোগ পান। প্রথম নাটকেই তিনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করেন। এরই ফাকে তিনি তৌহিদ মিতুলের নির্দেশনায় আর সি কোলা ও আরএফএলের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন এবং প্রশংসিত হন। বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবদুল জব্বারের ছেলে মিথুন জব্বারের গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় বাঁধনের গানেও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। শাহীন হাসানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘হাসি বাড়ি’, ওয়াজেদ আলী বাবলুর ‘রসিক চাঁদ’, আলভী আহমেদের ‘নাগরিক’সহ খণ্ড নাটক সঞ্জয় বড়ুয়ার ‘টিয়ার শেষ পর্ব’, সোলায়মান জুয়েলের ‘পরিণতি’ ও পারভেজ আমিনের ‘কেবলই দৃশ্যেও জন্ম হয়’ নাটকেও অভিনয় করেছেন। তানজিনা লাকি বলেন, একজন অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
×