ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ভেজাল চানাচুর কারখানা সিলগালা ॥ কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৪, ৩ ডিসেম্বর ২০১৪

কক্সবাজারে ভেজাল চানাচুর কারখানা সিলগালা ॥ কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ ১নং গলির মুখে ভেজাল চানাচুর তৈরির দায়ে ‘বাবুল চানাচুর’ কারখানার মালিক বাবুল রুদ্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় বিশেষ এ অভিযানে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজহস্ট্রেট মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঐ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল চানাচুরসহ প্রায় দুই লাখ টাকার পণ্য ধ্বংস করে। একই সঙ্গে কারখানা মালিক বাবুল ও দুই কর্মচারীকে ১০ দিনের সশ্রম কারাদ-, জায়গার মালিক আনেয়ারাকে ২ দিনের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। ধৃত বাবুল চট্টগ্রামের সাতকানিয়া বড়হাতিয়া এলাকার মৃত অমব্রিকার রুদ্রের পুত্র।
×