ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতা হত্যাকাণ্ড ॥ আসামিদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদীর পরিবার

প্রকাশিত: ০৫:৪৩, ৩ ডিসেম্বর ২০১৪

যুবলীগ নেতা হত্যাকাণ্ড ॥  আসামিদের হুমকিতে  পালিয়ে  বেড়াচ্ছে বাদীর পরিবার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ ডিসেম্বর ॥ কুমিল্লার মেঘনা উপজেলার যুবলীগ নেতা নুর মোহাম্মদ হত্যা মামলায় অভিযুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় তার স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালত প্রাঙ্গণে নিহতের পিতা ও মামলার বাদী ওসমান গনি মেম্বার ও তার ভাই উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে জানান, আসামিদের অব্যাহত হুমকির মুখে তারা ও তাদের পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ২৫ জুন জেলার মেঘনা উপজেলা যুবলীগ নেতা নুর মোহাম্মদকে তুলাতুলি গ্রামে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি মেম্বার বাদী হয়ে আল আমিন, বাহার, বিল্লাল, রিপন, সানাউল্লাহসহ ২২ জনের বিরুদ্ধে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৫ নবেম্বর আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে এবং এলাকায় এসে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুলের মালা গলায় দিয়ে এলাকায় উল্লাস করে। মামলার বাদী ওসমান গনি মেম্বার ও তার ভাই নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, প্রকাশ্যে কুপিয়ে এ নৃশংস হত্যাকা-ের বিচার চাইতে গিয়ে পরিবারের লোকজন নিয়ে আমরা আতঙ্কে রয়েছি, পালিয়ে বেড়াচ্ছি। যে কোন সময় আমাদের ওপর হামলা হতে পারে।
×