ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিমানে এসএমএস সার্ভিস চালু

প্রকাশিত: ০৫:২৩, ৩ ডিসেম্বর ২০১৪

বিমানে এসএমএস সার্ভিস চালু

মঙ্গলবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসএমএসের মাধ্যমে অর্থাৎ ক্ষুদে বার্তার মাধ্যমে সম্মানিত যাত্রীদের স্বল্পতম সময়ের মধ্যে দ্রুত বিমান সম্পর্কিত তথ্যাদি প্রেরণ শুরু করেছে। এর মাধ্যমে বিমান তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। এই এসএমএসের মাধ্যমে যাত্রীদের ফাইট সিডিউল পরিবর্তনসহ সকল তথ্য অবহিত করা হবে। সর্বাধুনিক এই সেবা চালুর ফলে যাত্রী সাধারণ যাত্রার পূর্বেই ফাইট, সিডিউল সম্পর্কে জানতে পারবেন এবং যথাসময়ে তাদের বিমানবন্দরে উপ¯ি′ত থাকতে সহায়তা করবে। আগাম তথ্য পাওয়ার কারণে যাত্রী সাধারণ এখন থেকে অকারণ বিড়ম্বনাও এড়াতে পারবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সার্ভিসটি ‘বাংলালিংক এসএমএস গেটওয়ে’র মাধ্যমে নিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বাংলালিংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×