ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালেবানের সঙ্গে গোপন যোগাযোগ আফগান প্রেসিডেন্টের

প্রকাশিত: ০৫:১৪, ৩ ডিসেম্বর ২০১৪

তালেবানের সঙ্গে গোপন যোগাযোগ আফগান প্রেসিডেন্টের

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গোপনে তালেবানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছেন। দেশটিতে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করাই এর লক্ষ্য। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলের শেষ দিকে এই শান্তি প্রক্রিয়া ভেঙ্গে পড়ে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ইসলামাবাদ থেকে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বন্ধ হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের সহায়তার আশ্বাস দিয়েছে পাকিস্তান। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খোলার ব্যাপারে কারজাই আপত্তি করায় গত বছর তালেবানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা ভেস্তে যায়। কারজাই তালেবানের এই কার্যালয়কে তাঁর সরকারের বৈধতার প্রতি প্রকাশ্য অপমান বলে অভিহিত করেন।
×