ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার লীগের বর্ষসেরা এ্যাগুয়েরো

প্রকাশিত: ০৫:০৩, ৩ ডিসেম্বর ২০১৪

প্রিমিয়ার লীগের বর্ষসেরা এ্যাগুয়েরো

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের জার্সিতে তেমন খুঁজে পাওয়া না গেলেও ক্লাব দল ম্যানচেস্টার সিটির হয়ে রীতিমতো অপ্রতিরোধ্য ছন্দে আছেন সার্জিও এ্যাগুয়েরো। গত কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। বিশেষ করে গত মৌসুম ও চলমান মৌসুমে আছেন অপ্রতিরোধ্য ছন্দে। বিস্ফোরক পারফর্মেন্সের স্বীকৃতিও তাই মিলেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের সমর্থকদের ভোটে বর্ষসেরা ফুটবলারের এ্যাওয়ার্ড জিতেছেন ম্যানসিটি তারকা এ্যাগুয়েরো। সোমবার লন্ডনের সেন্ট প্যানকারস রেনাইসেন্স হোটেলে ‘ফুটবল সাপোর্টাস ফেডারেশনের’ পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেয়া হয় এ্যাগুয়েরোকে। গৌরবময় এই পুরস্কার নিতে এ্যাগুয়েরো মঞ্চে উঠে ছিলেন বান্ধবী কারিনা টাজেডাকে সঙ্গে নিয়ে। দারুণ এই অর্জনের পাশাপাশি আরও একটি স্বীকৃতি মিলেছে সিটি তারকার। ২০১৪ ফিফার বিশ্ব একাদশের প্রাথমিক তালিকায়ও জায়গা পেয়েছেন তিনি। এ জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এ্যাগুয়েরো। চলতি মৌসুমে ইতোমধ্যে ১৭ গোল করেছেন। ইপিএল ও চ্যাম্পিয়ন্স লীগে করেছেন দুরন্ত হ্যাটট্রিক। এ কারণে ওয়েন রুনি, মেসুত ওজিল, দিয়াগো কোস্তাদের পেছনে ফেলে ভক্তদের ভোটে সেরা হয়েছেন এ্যাগুয়েরো। এ্যাওয়ার্ড জিতে টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়ে এ্যাগুয়েরো বলেন, এটা আমার কাছে বিশেষ পুরস্কার। কারণ এটা এসেছে আমার ভক্তদের কাছ থেকে। সতীর্থ ও আমার ভক্তদের ধন্যবাদ জানাই। আর এটি আমি আমার সতীর্থদের উদ্দেশে উৎসর্গ করলাম। তিনি আরও বলেন, আমি আরও খুশি যে ফিফা বিশ্ব একাদশের প্রাথমিক তালিকায় আছি। সিটির হয়ে ২৬ বছর বয়সী এ্যাগুয়েরো গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলে চলেছেন। যার স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে স্বদেশী কার্লোস তেভেজকে ছাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তেভেজকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে সিটি ৪-১ গোলে হারিয়েছিল টটেনহ্যাম হটস্পারকে।
×