ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস উপলক্ষে সামরিক জাদুঘরে স্থির ও ভিডিওচিত্র প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৮, ২ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবস উপলক্ষে সামরিক জাদুঘরে স্থির ও ভিডিওচিত্র প্রদর্শনী উদ্বোধন

মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে সোমবার ঢাকার বিজয় সরণির সামরিক জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিরল আলোকচিত্র প্রদর্শনী’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক স্থির ও ভিডিওচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। এ প্রদর্শনীতে ১৯৫২ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখযোগ্য ইতিহাস সংবলিত ১২৫টি স্থির ও ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আগে নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বিজয় দিবস কুচকাওয়াজ উদযাপন কমিটি ২০১৪-এর আহ্বায়ক মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। -আইএসপিআর
×