ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পন্ডস কালেকশন উপস্থাপনায় মালাইকা অরোরা খান

প্রকাশিত: ০৫:৫২, ২ ডিসেম্বর ২০১৪

পন্ডস কালেকশন উপস্থাপনায় মালাইকা অরোরা খান

স্টাফ রিপোর্টার ॥ ‘পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক গ্রান্ড ইভেন্টে এবার উপস্থাপন করা হলো পায়রা, স্টুডিও ওমানা, নোভা জেনুইন সয়রভস্কি, সারাহ করিম, নুজাত নাওয়ার, কিমায়া ডিজাইন স্টুডিও ও পুরভি দোশির এক্সক্লুসিভ কালেকশন। একইসঙ্গে গর্জিয়াস শিশির আল হাসান পুরভি দোশির সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন। আর এই ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেলেব্রিটি মালাইকা অরোরা খানের র‌্যাম্পে অংশগ্রহণ। ‘পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাস রানওয়ে’ ঢাকার ফ্যাশন ক্যালেন্ডারের জন্য এক বিশেষ মুহূর্ত। এটি এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট। কারণ এটি সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের ফ্যাশন ডিজাইনাররা তাঁদের নিজ নিজ সৃজনশীলতাকে উপস্থাপন করেন এক অনন্য আঙ্গিকে। দেশের সকল ফ্যাশন হাউস ও ডিজাইনারদের এক প্ল্যাটফর্ম যা শুধু ডিজাইন আর মোটিফকেই তুলে ধরে না, একই সঙ্গে দেয় আশা, স্বপ্ন পূরণ ও পরিচিতি লাভের প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় এ বছর এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে এই ইভেন্টকে আরও সফল করতে পন্ডস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে। পন্ডস সেই সৌন্দর্য ব্র্যান্ড, যা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার মাধ্যমে সৌন্দর্যকে দেয় অনন্য মাত্রা। আর তাই নারীরা তাঁদের ত্বক এবং জীবনযাত্রায় অনুভব করেন এক অনন্য পার্থক্য। পন্ডস নারীত্ববোধ বজায় রাখার পাশাপাশি নারীদের এক দৃঢ় দৃষ্টিভঙ্গি পোষণ করতে অনুপ্রাণিত করে। ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট, আয়োজনকারী হিসেবে এ বছর ফ্যাশন ইভেন্টে রাখছে সব নবীন প্রতিভাবান ফ্যাশন ডিজাইনারকে। প্রসঙ্গত, পন্ডস এবং ইনফিনিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নারীদের স্বপ্নের প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে তাঁরা তাঁদের প্রতিভাকে তুলে ধরতে পারেন এবং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে।
×