ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিএসইতে যোগ দিলেন মারুফ মতিন

প্রকাশিত: ০৫:৪৩, ২ ডিসেম্বর ২০১৪

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিএসইতে যোগ দিলেন মারুফ মতিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজে যোগ দিলেন ওয়ালি-উল-মারুফ মতিন। সোমবার তিনি ঢাকার সিএসইর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন। কাজে যোগ দিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, দেশের উভয় স্টক এক্সচেঞ্জ এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এখন ব্যবসা করে স্টক এক্সচেঞ্জকে মুনাফা করতে হবে। তাই স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা ও তা অব্যাহত রাখা বড় চ্যালেঞ্জ। ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, আমি যখন সিএসইতে কর্মরত ছিলাম, সে সময় স্টক এক্সচেঞ্জ ডি-মিউচ্যুয়ালাইজড ছিল না। এখন উভয় স্টক এক্সচেঞ্জ ডি-মিউচ্যুয়ালাইজড। তাই কাজের ধরনটা একটু ভিন্ন হবে। তবে স্টক এক্সচেঞ্জের ডি-মিউচ্যুয়ালাইজেশনের জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তর হওয়ায় স্টেকহোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। তাই স্টক এক্সচেঞ্জকে লাভজনক করতে হলে অবশ্যই বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের ভাল সার্ভিস দিতে হবে। পাশাপাশি খরচ কমাতে হবে।
×