ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার পেলে সমাজের অস্থিরতা কমে যাবে ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৩৪, ২ ডিসেম্বর ২০১৪

ন্যায়বিচার পেলে সমাজের অস্থিরতা কমে যাবে ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১ ডিসেম্বর ॥ বাংলাদেশের প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেছেন, যদি আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমাজে অস্থিরতা কমে যাবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আমরা বহু এগিয়ে নিয়ে যেতে পারবে এ দেশকে । নরসিংদী জেলা আইনজীবী সমিতি কর্তৃক সোমবার বিকেলে নিজস্ব মিলনায়তনে আয়োজিত তাঁকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম, জেলা প্রশাসক আবুহেনা মোরশেদ জামান, সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা জিলু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিলম্বিত বিচার ন্যায়বিচারকে ব্যাহত করে। তাই মামলা দ্রুত নিষ্পত্তি হলে আইনজীবীদের পেশাগত কোন সমস্যা হয় না। মানুষ আদালতের কাছে বিচার প্রার্থী হবেই। এ জন্যই দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি তিনি আহ্বান জানান ।
×