ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সহজ জয়

প্রকাশিত: ০৫:১৬, ২ ডিসেম্বর ২০১৪

চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মন্দা সময় কাটিয়ে ওঠে শিরোপা লড়াইয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। রবিবার এ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি ৩-০ গোলে হারায় স্বাগতিক সাউদাম্পটনকে। বিজয়ী দলের হয়ে গোলগুলো করেন ইয়াইয়া তোরে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গাইল ক্লিসি। পরশুর আরেক ম্যাচে এরিকসেন ও রবার্টো সলডাডোর গোলে টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে পরাজিত করে এভারটনকে। এদিকে ইপিএলে আজ ফের মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যানইউর প্রতিপক্ষ স্টোক সিটি। এ্যাওয়ে ম্যাচে দ্য রেডসরা খেলবে স্বাগতিক লিচেস্টার সিটির বিরুদ্ধে। আজকের অন্যান্য ম্যাচে লড়বে বার্নলি-নিউক্যাসল ইউনাইটেড, সোয়ানসি সিটি-কুইন্স পার্ক রেঞ্জার্স, ক্রিস্টাল প্যালেস-এ্যাস্টন ভিলা ও ওয়েস্টব্রুমউইচ-ওয়েস্টহ্যাম ইউনাইটেড। দারুণ জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে সিটি। চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থান দুই নম্বরে। তৃতীয় স্থানে নেমে যাওয়া সাউদাম্পটনের পয়েন্ট ২৬। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। আধিপত্য বিস্তার করে খেললেও ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি ম্যানসিটি। বিরতির পর ৫১ মিনিটে সিটিকে এগিয়ে নেন ইয়াইয়া তোরে। আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরোর পাস থেকে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন আইভরিকোস্ট মিডফিল্ডার। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। ৭৪ মিনিটে বড়সড় ধাক্কা খায় অতিথিরা। ফরাসি ডিফেন্ডার এলিয়াকিম মাঙ্গালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানসিটি। এরপরও অবশ্য ম্যাচে দাপট ছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দলের। ৮০ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোল করেন ল্যাম্পার্ড। মিডফিল্ডার জেমস মিলনারের বাড়ানো বল থেকে গোল করেন তারকা এই মিডফিল্ডার। ৮৮ মিনিটে সিটির তিন নম্বর গোলটি করেন ক্লিসি। এ্যাগুয়েরোর দারুণ একটি পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি এই ডিফেন্ডার। দারুণ জয়ে তৃপ্ত হলেও আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের আরও ২৫টি ম্যাচ খেলতে হবে। যেখানে কঠিন পরীক্ষা হবে নিশ্চিত। এসব জায়গায় ভাল করতে হবে। তিনি আরও বলেন, চেলসি আমাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে। বড় এই পার্থক্য দূর করতে হলে আমাদের আরও ভাল করতে হবে। দ্য ব্লুজদের প্রশংসা করে চিলির এই কোচ বলেন, চেলসি অসাধারণ ফুটবল খেলছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমাদের চেষ্টা থাকবে তাদের টপকে যাওয়ার। আপাতত বুধবার সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি নিয়ে ভাবছি আমরা। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিস্টমাসের আগে দলের পারফরমেন্সের আরও উন্নতি চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ভ্যান গাল। ব্যর্থতা কাটিয়ে দলটি হারানো ছন্দ খুঁজে পাওযার পথে।
×