ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহ সিমেন্ট- একেএস কাপ গলফ সমাপ্ত

প্রকাশিত: ০৫:১৬, ২ ডিসেম্বর ২০১৪

শাহ সিমেন্ট- একেএস কাপ গলফ সমাপ্ত

কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী শাহ সিমেন্ট- একেএস কাপ গলফ টুর্নামেন্ট। দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট শাহ সিমেন্ট ও আবুল খায়ের স্টিলের (একেএস) পৃষ্ঠপোষকতায় ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে কুর্মিটোলা গলফ ক্লাব। জুনিয়ার, সিনিয়র, লেডিস, রেগুলার ও ভেটেরাল এই পাঁচ গ্রুপে প্রায় ৫১৪ গলফারের অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসিম আক্তার এবং সিনিয়র ও লেডিস গ্রুপে বিজয়ী হন যথাক্রমে এয়ার কমোডর এম আলাউদ্দিন চৌধুরী (অব) এবং নিকিতা সরকার। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর প্রধান অতিথি হিসেবে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল সরদার হাসান কবির (অব), আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী (অব) ও উক্ত গ্রুপের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×