ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃহত্তম গণবিবাহ

প্রকাশিত: ০৪:২৮, ২ ডিসেম্বর ২০১৪

বৃহত্তম গণবিবাহ

এটি ছিল রিওর সবচেয়ে বৃহত্তম গণবিবাহ। এদিন এক হাজার নয়শ’ ৬০ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরোতে রবিবার বিখ্যাত মারাকানো স্টেডিয়ামের পাশের একটি হলে এ গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিরাট এই আয়োজনে বর-কনের ও বন্ধু-আত্মীয়স্বজন এবং কয়েকজন বিচারক, একজন ক্যাথলিক যাজক ও একজন খ্রিস্টান ধর্মপ্রচারকসহ প্রায় ১২ হাজার অতিথির সমাগম ঘটে। লাইসেন্স ও ব্যাংকোয়েট হলের খরচ বহনে যাদের সামর্থ্য নেই তাদের জন্য ‘আই ডু ডে’ নামের ওই অনুষ্ঠানটির আয়োজন করে কর্তৃপক্ষ। অনুষ্ঠান উপলক্ষে আগত অতিথিরা বিনা টিকেটে স্থানীয় ট্রেনে চড়ার সুযোগ পান। যার ডাকনাম দেয়া হয়েছিল ‘আই ডু ডে ট্রেন’। -এএফপি ও জিনিউজ
×