ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিন প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাব ॥ পুতিন

প্রকাশিত: ০৪:২৭, ২ ডিসেম্বর ২০১৪

ফিলিস্তিন প্রতিষ্ঠায় সমর্থন দিয়ে যাব ॥ পুতিন

ফিলিস্তিনী জনগণের অধিকার ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়া অব্যাহত সমর্থন দিয়ে যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। খবর ওয়েবসাইটের। ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে লেখা এক চিঠিতে পুতিন বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফিলিস্তিনী জনগণের বৈধ অধিকার এবং সে অধিকার বাস্তবায়নের পক্ষে রাশিয়া সবসময় সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনী জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে শনিবার পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি অভিন্ন আন্তর্জাতিক বৈধ ভিত্তিই হবে ফিলিস্তিনী জনগণের জাতীয় সার্বভৌমত্ব অর্জনের পথে সবচেয়ে বড় উপাদান যার কারণে মধ্যপ্রাচ্য সমস্যারও ন্যায্য সমাধান হবে।” ফিলিস্তিনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার রুদাকভ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সেক্রেটারি আত-তায়্যেব আব্দুর রহিমের কাছে চিঠিটি হস্তান্তর করেন। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের জনগণ ২৯ নবেম্বরকে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
×