ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধিকাংশ আফগানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট গনি

প্রকাশিত: ০৪:২৬, ২ ডিসেম্বর ২০১৪

অধিকাংশ আফগানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট গনি

নতুন সরকার গঠনে ব্যর্থ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি রবিবার সবচেয়ে ভাল কাজটি করেছেন। তিনি পুরানো মন্ত্রীদের বেশিরভাগকেই বরখাস্ত করেছেন। এদিকে রাজধানীতে বিদেশীদের উপর তালেবানের আত্মঘাতী হামলা বেড়ে যাওয়ায় পদত্যাগ করেছেন কাবুলের পুলিশ প্রধান। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। সম্প্রতি শপথ নেয়া আফগানিস্তানের নতুন নেতারা একটি মৌলিক সিদ্ধান্তে পৌঁছতে আপ্রাণ চেষ্টা করছে। এই নেতারা হলেন, প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী ও দুই ভাইস প্রেসিডেন্ট। দেশটির নিরাপত্তা পরিস্থিতিরও অবণতি হচ্ছে। চলতি বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগির চুক্তির ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই চুক্তির মাধ্যমে গনিকে প্রেসিডেন্ট ও নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহকে প্রধান নির্বাহী করা হয়। এর ফলে দেশটিতে এপ্রিল ও জুনে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে কয়েক মাস ধরে চলা দ্বন্দ্বের অবসান ঘটে। সেপ্টেম্বর মাসে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে গনি ও আব্দুল্লাহ একটি মন্ত্রিসভা গঠনে ঐকমত্যে পৌঁছতে পারেননি। এরফলে সরকার বেকায়দায় পড়ে যায় এবং এখন ক্ষমতা ভাগাভাগি চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যমের আশাবাদী রিপোর্টে দেখা গেছে, উভয়পক্ষই মন্ত্রিসভা গঠনে যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু রবিবার রাতে এই আশা ভেস্তে গিয়েছে।
×