ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে সংখ্যালঘুর বাড়িতে হামলা প্রতিমা ভাংচুর আহত ১৫

প্রকাশিত: ০৪:২৩, ২ ডিসেম্বর ২০১৪

বরিশালে সংখ্যালঘুর বাড়িতে হামলা প্রতিমা ভাংচুর আহত ১৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত দোনারকান্দি গ্রামের সংখ্যালঘু পল্লীতে সোমবার সন্ধ্যায় হামলা চালিয়ে সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা, দুটি বসতঘর ভাংচুর করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। হামলায় মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ওই এলাকার একটি ধর্মীয় বৈষ্ণব সভা প- হয়ে যায়। জানা যায়, স্কুলের নির্মাণাধীন নতুন ভবনের কাজ গত ৪ দিন পূর্বে শুরু করা হয়। শুরুতেই কালকিনি উপজেলার ডাসার এলাকার জনৈক লস্কর মিয়ার পুত্র ঠিকাদার শাহ আলমের শ্রমিকেরা নিম্নমানের কাজ করে আসছে। সোমবার দুপুরে তাদের কাজে বাধা প্রদান করায় ঠিকাদার শাহ আলম ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ওইদিন সন্ধ্যায় ঠিকাদারের ভাড়াটিয়া ৪০/৫০ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে অর্তকিতে দোনারকান্দি বাজারে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা বাজারের পাশ্ববর্তী দোনারকান্দি সার্বজনীন দুর্গা মন্দির ও বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
×