ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে জিহাদ হত্যা মামলাতিন জনের মৃত্যুদণ্ড দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:২৩, ২ ডিসেম্বর ২০১৪

না’গঞ্জে জিহাদ হত্যা মামলাতিন জনের মৃত্যুদণ্ড দুই জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় সাড়ে ৪ বছরের শিশু জিহাদ হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ্ আল আমিন এই রায় প্রদান করেন। একই সঙ্গে আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করে নিহতের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোঃ সাদেক, ওয়াসিম, মোঃ আব্দুস সালাম শিকদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ স্বপন ও মোসাম্মৎ লাকী আক্তার। এর মধ্যে ওয়াসিম, সালাম শিকদার ও লাকী আক্তার পলাতক রয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ সাকিল নামের একজনকে খালাস দিয়েছে।
×