ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রমিক ধর্মঘট চট্টগ্রামের ১৬ ঘাটে পণ্য খালাস বন্ধ

প্রকাশিত: ০৪:২১, ২ ডিসেম্বর ২০১৪

শ্রমিক ধর্মঘট চট্টগ্রামের ১৬ ঘাটে পণ্য খালাস বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সদরঘাট ও বাংলাবাজার লাইটারিং ঘাটে শ্রমিকদের ধর্মঘটে আমদানি করা পণ্য হ্যান্ডলিং সোমবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের একাংশ রবিবার থেকে কর্মবিরতি শুরু করলে পণ্য খালাসে অচলাবস্থার সৃষ্টি হয়। সোমবার সকালে বিপদমান প্রতিপক্ষ ঘাটের শ্রমিকদের ওপর হামলা চালালে পুরোপুরি হ্যান্ডলিং কাজ বন্ধ হয়ে যায়। হাঙ্গামার ঘটনায় কয়েক শ্রমিক সামান্য আহত হন। পুলিশ ১ জনকে গ্রেফতার করে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে মঙ্গলবার শ্রমিকদের দুই পক্ষ এবং লাইটার জাহাজ মালিকদের সঙ্গে চট্টগ্রাম চেম্বারে সকালে ত্রিপক্ষীয় বৈঠকের আহবান করা হয়েছে। শ্রমিকদের ধর্মঘটের কারণে কর্ণফুলী নদীতে অবস্থানরত লাইটার জাহাজগুলো ১৬টি ঘাটের মাধ্যমে পণ্য খালাস করতে পারছে না। বন্ধ রয়েছে গুদাম থেকে ট্রাক ডেলিভারীও। চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ নৌরুট ও সড়কপথে সব ধরনের পণ্য পরিবহন সোমবার থেকে পুরোপুরি অচল। ক্রেনের হুক পয়েন্টে শ্রমিকরা কাজ না করায় ট্রাকযোগে ডেলিভারী বন্ধ রয়েছে। শ্রমিকরা ৫০ শতাংশ মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে এ আন্দোলনে নামে।
×