ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা

প্রকাশিত: ০৪:১৮, ২ ডিসেম্বর ২০১৪

চরফ্যাশনে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১ ডিসেম্বর ॥ ভোলার চরফ্যাশনে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিন ব্যক্তি। তারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার কাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকডোস গ্রামের ফজলুল কাদের, শাহিন কাদের, ইকাবাল কাদের ওরফে আকাশ। জানা যায়, ফজলু, শাহিন, আকাশ নিজেদের জিনের বাদশা পরিচয়ে স্বর্ণ ও গাড়ি দেয়ার নাম করে চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়াডের্র হরিদাসের কাছ থেকে ২৭ হাজার টাকা, পৌর ৫নং ওয়ার্ডের মোরশেদ আলম নসু মিয়াজীর কাছ থেকে ১৭ হাজার টাকা, নীলকমল গ্রামের হাসানের কাছ থেকে ৩২ হাজার টাকা, চেয়ারম্যান বাজার এলাকার ইকবালের কাছ থেকে ১৫ হাজার ৫ শ’ টাকাসহ উপজেলার অসংখ্য সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে চরফ্যাশনসহ দেশের বিভিন্ন স্থানে জীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়াচ্ছেন। তারা শুধু জিনের বাদশা পরিচয়ই দেয় না, নারী ও শিশুপাচারের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
×