ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হেলথ কানাডার অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ নভেম্বর ২০১৪

হেলথ কানাডার অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

দেশের শীর্ষস্থানীয় ওষুধ রফতানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অতি সম্প্রতি কানাডার ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হেলথ কানাডার অনুমোদন লাভ করেছে। কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিসেস বা সিজিএমপি নির্দেশনা অনুসরণ করে উৎপাদনের প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্যের কঠোর মান নিয়ন্ত্রণের স্বীকৃতিস্বরূপ বেক্সিমকো ফার্মাই বাংলাদেশের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা এই অনুমোদন লাভ করতে সক্ষম হয়েছে। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি এই অনুমোদন সম্পর্কে বলেন, কানাডা জেনেরিক ওষুধের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নিঃসন্দেহে এই অনুমোদন আমাদের কোম্পানির জন্য অন্যতম মাইলফলক, যা বিশ্ববাজারে আমাদের উৎপাদন প্রক্রিয়া ও ওষুধের গুণগতমান সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি ওষুধ বাজারজাতকরণে সহায়ক হবে। উল্লেখ্য, বিগত জুলাই মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে তাইওয়ান এর রেগুলেটরি কর্তৃপক্ষ টিএফডিএ কর্তৃক অনুমোদিত হয়। ইতোমধ্যে কোম্পানিটি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন লাভ করেছে। Ñবিজ্ঞপ্তি
×