ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ জয়ের উৎসব কী আজই?

প্রকাশিত: ০৫:১১, ২৬ নভেম্বর ২০১৪

সিরিজ জয়ের উৎসব কী আজই?

মিথুন আশরাফ ॥ আহ কী আনন্দ! একেকজন একেকদিকে ছুটছেন। কেউ কারও ঘাড়ের ওপর চড়ে যাচ্ছেন। কেউবা কাউকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। কেউবা লাল-সবুজে আঁকা জাতীয় পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করতে ব্যস্ত হয়ে পড়ছেন। চূড়ান্ত বিজয়ের পর বাংলাদেশ ক্রিকেটাররা এমন উৎসবই করেন। তাহলে কী সেই দৃশ্য আজ আবারও দেখা যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে? বাংলাদেশ-জিম্বাবুইয়ে তৃতীয় ওয়ানডে আজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে নেয়ায় সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া এ ম্যাচটিতে জিতলেই উৎসব মিলবে। দেখা যাবে আবারও ক্রিকেটারদের আনন্দের একেক রূপ। জিতলেই যে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। তা কী আজই সম্ভব? দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন সম্ভব, ‘অবশ্যই।’ সঙ্গে যোগ করেন, ‘তৃতীয় ওয়ানডেও আমাদের জিততে হবে। ম্যাচ জিতলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’ এই চেষ্টায় সফল হলেই যে মাশরাফিরও বড় প্রাপ্তি মিলবে। প্রথমবার অধিনায়ক হিসেবে কোন সিরিজ জিতবেন মাশরাফিও। তাইত মাশরাফি বলেছেনও, ‘যদি জিততে পারি তাহলে তো অবশ্যই ভাল লাগবে। অধিনায়ক হয়ে যতটুকু লাগবে, তার চেয়ে বেশি হচ্ছে, সিরিজ জেতা এই মুহূর্তে আমাদের খুবই দরকার। বিশেষ করে এই বছরের প্রেক্ষাপটে এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল ও আছে। জিততে পারলে খুব ভাল হবে। বিশেষ করে বিশ্বকাপের আগে। বিশ্বকাপে আমরা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’ নিজেই বলেছেন, ‘আমরা আসলে সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি। সে কারণে এ ম্যাচটিকে (তৃতীয় ওয়ানডে) ‘ডু অর ডাই’ পরিস্থিতি হিসেবেই নিচ্ছি। এ ম্যাচ থেকেই জয় শুরু করতে চাই আমরা। সেভাবেই সবাই প্রচেষ্টা চালাব নিজেদের সর্বোচ্চ দিয়ে। আমরা সবাই জয় পাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি। আমরা জিততে চাই। আমরা সবাই বেশ ইতিবাচক মনোভাব নিয়েই আছি। তাই সিরিজ অবশ্যই বাঁচাতে পারব বলে মনে করি। এ বিষয়গুলো আমরা সবাই জানি এবং কোচও সেটাই বুঝিয়েছেন সবাইকে।’ এ রকম বড় বড় কথা এর আগেও বলেছেন জিম্বাবুইয়ে দলের ক্রিকেটাররা। লাভ কী হয়েছে? উল্টো হয়েছে ক্ষতি। একের পর এক ম্যাচ হেরেই চলেছে জিম্বাবুইয়ে। যেখানেই যাচ্ছে, হারই হচ্ছে তাদের নিয়তি। টানা ৫ ম্যাচ হেরেছে। ঢাকায় প্রথম টেস্ট হারের পর খুলনায় দ্বিতীয় টেস্ট হেরে সিরিজে হেরেছে। এরপর চট্টগ্রামে তৃতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়েছে। চট্টগ্রামেই আবার পরপর দুই ওয়ানডেতে হেরেছে। আবার ঢাকায় খেলা হবে। সিরিজে বাকি থাকা তিনটি ওয়ানডেই হবে ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবারও নিশ্চয়ই হার এড়াতে পারবে না জিম্বাবুইয়ে।
×