ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কারখানার নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবে এ্যালায়েন্স

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ নভেম্বর ২০১৪

গার্মেন্টস কারখানার নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবে এ্যালায়েন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শিল্প খাতের শ্রমিকদের জীবন রক্ষার্থে কারখানার নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে এ্যালায়েন্স কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, ন্যাশনাল ফায়ার প্রটেকশন এ্যাসোসিয়েশনের (এনএফপিএ) নির্দেশনা অনুযায়ী গঠন করা হয়েছে এই কোর্স কারিকুলাম। এতে করে প্রহরীরা জরুরী মুহূর্তে কার্যকরি সাড়া দিতে সক্ষম হবে। এ্যালায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বলেন, এই প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নিরাপত্তা সেবা প্রদানকারী ৫টি প্রতিষ্ঠানকে বেছে নেয় এ্যালায়েন্স। সেগুলো হলোÑ জি ফোর এস, এলিট ফোর্স, সিকিউরিটি লিঙ্ক, সিকিউরেক্স ও সোহাগ সিকিউরিটি। তিনি বলেন, এ্যালায়েন্স এসব প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাদের প্রশিক্ষকের প্রশিক্ষণ দেবে। এরপর তারা নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীদের দেবে। এ্যালায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই কোর্সটি হবে এ্যালায়েন্সের পোশাক শিল্প শ্রমিকদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের একটি সম্পূরক কোর্স। যেসব কারখানা এ্যালায়েন্স সদস্যদের জন্য পণ্য সরবরাহ করে তাদের ১০ লাখেরও বেশি শ্রমিককে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।
×