ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচিত হলে হিলারি হবেন ভাল প্রেসিডেন্ট ॥ ওবামা

প্রকাশিত: ০৫:২৯, ২৫ নভেম্বর ২০১৪

নির্বাচিত হলে হিলারি হবেন ভাল প্রেসিডেন্ট ॥ ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তিনিই জিতবেন এবং যুক্তরাষ্ট্রের ‘ভাল প্রেসিডেন্ট’ হবেন। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন। সাক্ষাতকারটি রবিবার প্রচারিত হয়েছে। ওবামা বলেন, হিলারি সব বিষয়েই আমার সঙ্গে একমত নন। তবে আট বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি হিলারির পক্ষে ভোট টানতে কাজ করবেন। ডেমোক্র্যাটিক নেতা হিলারি ২০০৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রাথমিক বাছাইয়ে ওবামার কাছে হেরে যান। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সেই বিষয়টি ২০১৫ সালের প্রথম দিকে ঘোষণা দেবেন হিলারি। হিলারিকে বন্ধু হিসেবে অভিহিত করে ওবামা বলেন, তার সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কথা বলি। তিনি ছিলেন খুবই চমৎকার একজন পররাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট প্রার্থী হতে দলের অনেকেই প্রতিযোগিতায় নামতে পারেন। কিন্তু তার পছন্দের তালিকায় একমাত্র নাম হিলারি ক্লিনটনই। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী যুক্তরাষ্ট্রের ‘দুর্দান্ত ও ভাল প্রেসিডেন্ট’ হবেন। সাক্ষাতকারে ওবামা স্বীকার করেন, আগামী নির্বাচনে জনগণ নতুন কোন স্বাদ পেতে চাইবেন। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, নির্বাচনী প্রচারে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে তিনি গুরুত্বপূর্ণ কোনও ভূমিকা পালন করবেন না।-বিবিসি
×