ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ নভেম্বর ২০১৪

আমতলীতে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ

সংবাদদাতা, আমতলী, ২৪ নবেম্বর ॥ বরিশাল শিক্ষা বোর্ডের আদেশকে উপেক্ষা করে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শিক্ষাবোডের্র এক প্রজ্ঞাপনে পরীক্ষার্থীদের ফরম পূরণে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা ফি (প্রতি পত্রে) ৬৫, ব্যবহারিক ফি (প্রতি পত্রে) ৩০, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি/টেবুলেশন ফি ৩৫, সনদ ফি ১০০, স্কাউট/গালর্স গাইড ফি ১৫, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫, কেন্দ্র ফি (ব্যবহারিক) ৩০০ ও (ব্যবহারিক নেই) ২৫০ টাকা। সর্বসাকুল্যে ফরম পূরণ ফি বাবদ এক হাজার দুই শ’ ৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এ আদেশ উপেক্ষা করে আমতলী ও তালতলী উপজেলার অধিকাংশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে তিনগুণ আদায় করছে। আমতলীর গাজীপুর বন্দর, শহীদ সোহরাওয়ারদী, তারিকাটা, চিলা এসবি, গুলিশাখালী, গোজখালী, সোনাখালী, রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়। তালতলীর ছোটবগী পিকে, বগীর হাট, কমডেকা বালিকা, তালতলী বন্দর, আলীর বন্দর ও লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় সেশন ফি ও বকেয়া বেতন দেখিয়ে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা আদায় করছে বলে অভিভাবকরা অভিযোগ করছে। লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম ও ইসমাইল জানান, তাদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ২৮০০ টাকা নিয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হায়দার জানান, নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০০ টাকা নিয়েছি। হতদরিদ্র ১১ জন পরীক্ষার্থীর বিনা টাকায় ফরম পূরণ করেছি।
×