ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী

বরিশালে অপ্রতিরোধ্য টেন্ডার সন্ত্রাস

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ নভেম্বর ২০১৪

বরিশালে অপ্রতিরোধ্য টেন্ডার সন্ত্রাস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টেন্ডার সন্ত্রাস। অনেকটা মরিয়া হয়েই সরকার দলীয় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার নিয়ন্ত্রণে পেশী আর অস্ত্রের শক্তি প্রদর্শন করে আসছেন। অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই অস্ত্রের মহড়া দিচ্ছেন তারা। টেন্ডার নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের এমন বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ড সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্রমতে, টেন্ডার সন্ত্রাসীদের ভয়ে তটস্থ সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এসব টেন্ডারবাজিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ছেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। টেন্ডার সন্ত্রাসীদের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন প্রতিষ্ঠিত ঠিকাদার ও ব্যবসায়ীরা। অনেক ক্ষেত্রে আবার ঝামেলা এড়াতে অনেকটা ‘সমঝোতা’ করেই ঠিকাদারী কাজ চলছে। সর্বশেষ গত ৭ নবেম্বর বরিশালে এলজিইডির সাড়ে চার কোটি টাকার কাজ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াশিম দেওয়ান কাজ বাগিয়ে নেয়। এর কয়েকদিন পরেই বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩ কোটি টাকার নির্মাণ কাজ বাগাতে যুবলীগ নেতা জিয়াউল হক বিপ্লব টেন্ডারবাজির জন্ম দেন। সাধারণ ঠিকাদাররা সিডিউল দাখিল করতে গেলে বিপ্লবের সহযোগীদের বাঁধার মুখে পড়ে। এর আগে ৫ নবেম্বর বিএম কলেজের কথিত ভিপি মঈন তুষারের বাঁধার কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ প্রকল্পের আড়াই কোটি টাকার টেন্ডারের লটারি স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনে টেন্ডার নিয়ন্ত্রণ করছেন মেয়র আহসান হাবিব কামালের ভাগ্নে আরিফ মাহমুদ মাসুক।
×