ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’

প্রকাশিত: ০৫:৩২, ২৩ নভেম্বর ২০১৪

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উসবে (আইএফএফআই) যোগ দিচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জালালের গল্প’। গোয়ায় আগামী ২০ থেকে ৩০ নবেম্বর পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিতব্য হবে। ফলে এর মাধ্যমে বাংলাদেশী কোন নির্মাতার চলচ্চিত্রের আরও একটি সাফল্য অর্জিত হতে যাচ্ছে। ‘জালালের গল্প’ চলচ্চিত্রটির নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটি বাংলাদেশে এখনও মুক্তি দেয়া হয়নি। তার আগেই এটি বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড জিতে নেয়ার গৌরব অর্জন করে। জালালের গল্প উৎসবের মূল প্রতিযোগিতা নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে অংশ নেয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় যোগ দিচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নতুন চালু করা ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শনের জন্য চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। এটি ভারতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। জানা যায়, এ বিভাগে দক্ষিণ এশিয়ার (সার্ক) ৮টি দেশ থেকে ৮টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মীলা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছে আরাফাত রহমান এবং মোহাম্মদ ইমন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
×