ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিন্ন চরিত্রে নাদিয়া

প্রকাশিত: ০৫:৩০, ২৩ নভেম্বর ২০১৪

ভিন্ন চরিত্রে নাদিয়া

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো ‘সেরোগেট মাদার’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় লাক্স তারকাভিনেত্রী বাঁধন। উন্নত বিশে^ ‘সেরোগেট মাদার’ শব্দটির বেশ প্রচলন আছে। মূল কথা হচ্ছে অন্যের পেট ভাড়া করে নিয়ে সন্তান জন্ম দেয়ার বিষয়টি এখন বেশ প্রচলিত উন্নত বিশে^। যিনি এই পদ্ধতিতে সন্তান জন্ম দেন তাকে বলা হয় ‘সেরোগেট মাদার’। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বহু গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম ভিন্নধর্র্মী একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাঁধন যার সন্তান নিজ পেটে নিয়ে জন্ম দেন সেটা আসলে নাদিয়ারই সন্তান। নাদিয়াকেও একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অনেকদিন পর। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় ‘মুগলি’ নাটকে নাদিয়া ও বাঁধন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে বাঁধন বলেন, চরিত্রটি আমার জন্য সত্যিই অনেক চ্যালেঞ্জিং ছিল। এই চরিত্রে অভিনয়ের জন্য আমি আমার বাসার কাজের বুয়ার চলাফেরা, কথা বলার ধরন অনুসরণ করার চেষ্টা করেছি। বহুদিন যাবত তো গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করছি। এবার না হয় একটু নন-গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলাম। আমি খুব চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। বাকিটুকু নির্ভর করছে দর্শকের ওপর। নাদিয়া বলেন, এই ধরনের গল্প ভাবনা নিয়ে আমাদের দেশে খুব সম্ভবত এবারই প্রথম নাটক হলো। কাজটি করতে ভীষণ ভাল লেগেছে। অরুণ ভাইকে ধন্যবাদ এমন একটি বিষয় নিয়ে নাটক নির্মাণ করার জন্য। নাটকে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, শাহাদাত, আবুল হায়াত প্রমুখ। খুব শীঘ্রই নাটকটি এনটিভিতে প্রচার হবে। বাঁধন অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’ গত সপ্তাহ ধেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ‘ঘোমটা’, ‘সাপলুডু’ ও ‘জীবনের গল্প’ ধারাবাহিক নাটক। অন্যদিকে নাদিয়া অভিনীত ‘ক্ষণিকালয়’, ‘উত্তর পুরুষ’, ‘হাওয়াই মিঠাই’, ‘চোর কাঁটা’, ‘মামলাবাজ’ ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া নাদিয়া গতকাল মার্কস অলরাউন্ডারের চূড়ান্ত পর্বে নৃত্য পরিবেশন করেছেন।
×