ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ষসেরা এ্যাথলেট ল্যাভিলেনি ও ভ্যালেরি

প্রকাশিত: ০৫:২৬, ২৩ নভেম্বর ২০১৪

বর্ষসেরা এ্যাথলেট ল্যাভিলেনি ও ভ্যালেরি

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটা বছর কাটিয়েছেন ফ্রান্সের পোল ভল্টার রেনো ল্যাভিলেনি এবং নিউজিল্যান্ডের অদম্য শট পুটার ভ্যালেরি এডামস। বিশ্বরেকর্ড গড়ে নিজের অবস্থানটা অক্ষুণœ রেখেছেন ল্যাভিলেনি আর দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ভ্যালেরি। সে কারণে এবার তাঁরা স্বীকৃতিও পেয়েছেন। আইএএএফ এ্যাথলেটস অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন এ দুই তারকা। শুক্রবার মোনাকোয় পুরুষ ও নারী বিভাগে তাঁদের নাম ঘোষণা করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি দানেতস্কে ৬.১৬ মিটার উচ্চতা পেরিয়ে পোল ভল্টের নতুন রেকর্ড স্থাপন করেন ল্যাভিলেনি। তবে বর্ষসেরা হওয়ার ক্ষেত্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সর্বকালের সবচেয়ে দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। তবে এ বছর তেমন দৌড়াতেই পারেনি বিদ্যুত বোল্ট। ইনজুরির কারণে সরে থাকতে হয়েছে অধিকাংশ সময়ই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে। শেষ পর্যন্ত ল্যাভিলেনিই জিতে গেলেন। ১৯৮৮ সালের পর এই প্রথম কোন ফরাসী এ্যাথলেট বর্ষসেরা হওয়ার কৃতিত্ব দেখালেন। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ল্যাভিলেনি বর্ষসেরা হওয়ার পর বলেন, ‘২০১৪ সালের চেয়ে আর কোন বছরই আমার ক্যারিয়ারের জন্য ভাল হতে পারে না। এখন আমি এ্যাথলেটিক্স পরিবার থেকেও স্বীকৃতিটা পেয়েছি। অপরদিকে, মহিলা এ্যাথলেটদের মধ্যে সত্যিই বিস্ময়কর নৈপুণ্য দেখিয়ে গেছেন ভ্যালেরি। তিনি টানা ৫৫ ইভেন্টে জিতে বিস্ময়ের জন্ম দিয়েছেন। সবচেয়ে গ্ল্যামারাস ইভেন্ট স্প্রিন্টও তাঁর পেশীশক্তির কাছে হার মানল।
×