ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিতে বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

প্রকাশিত: ০৫:২১, ২৩ নভেম্বর ২০১৪

মালিতে বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

মালিতে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। গত ১১ নবেম্বর মালির রাজধানী বামাকোতে অবস্থিত পলিক্লিনিক পেস্তুরে কর্মরত স্থানীয় একজন নার্স ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এটি ছিল মালিতে ইবোলা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় ঘটনা। ইতোপূর্বে এ রোগে আক্রান্ত হয়ে গত অক্টোবর মাসে দুই বছরের একটি মেয়ে শিশু মৃত্যুবরণ করে। জানা যায় যে, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং পরস্পর যোগসূত্রহীন। উল্লেখ্য, বর্ণিত পলিক্লিনিকটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা) মালিতে লেবেল-২ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই হাসপাতালে ব্যক্তিগত অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকায় অথবা চিকিৎসা নেয়ায় কোন বাংলাদেশী শান্তিরক্ষীরা এ পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত হবার কোন ঘটনা বা লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। বর্তমানে মালিতে বাংলাদেশের এক হাজার ৩১৮ শান্তিরক্ষী কর্মরত রয়েছেন এবং তারা সকলেই এখন পর্যন্ত নিজ নিজ অবস্থানে নিরাপদে রয়েছেন। -আইএসপিআর
×