ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে আজ শায়লা তাসমীনের একক উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪০, ২২ নভেম্বর ২০১৪

আইজিসিসিতে আজ শায়লা তাসমীনের একক উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আজ শনিবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শায়লা তাসমীনের একক উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করেছে এশিয়ান পেইন্টস ও মারিকো বাংলাদেশ। প্রসঙ্গত রাজশাহীতে জন্ম নেয়া শায়লা তাসমীনের সঙ্গীতশিক্ষার সূচনা তাঁর পরিবার বিশেষ করে বড় বোন আইরীন পারভীনের উৎসাহ অনুপ্রেরণায়। হিন্দুস্তানী উচ্চাঙ্গ, লঘু ও রবীন্দ্রসঙ্গীতে পারঙ্গম শায়লা বরোদার এমএসইউ থেকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তাসমিনের সঙ্গীত শিক্ষার শুরু বিভিন্ন গুরু অনুপকুমার দাস, প্রয়াত আবদুল আজিজ বাচ্চু, প্রয়াত ওস্তাদ রবিউল হোসেন, সাদি মোহাম্মদ তকিউল্লাহ, দেশাই শুবডা, প-িত তুষার দত্ত প্রমুখের কাছে। প্রতিভাময়ী কণ্ঠশিল্পী শায়লা বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন এবং চট্টগ্রামে ৬ বার অনুষ্ঠিত সদরঙ উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন, নারায়ণগঞ্জের লক্ষ্যাপাড় সঙ্গীত সম্মেলন ও ঢাকার শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী, ছায়ানট এবং শিল্পকলা একাডেমিতে সঙ্গীত পরিবেশন করেছেন। কলকাতা থেকে ‘বিহান মিউজিক’, ‘বারে বারে ফিরালে’ নামে তাঁর দুটি এ্যালবাম বের হয়েছে। শায়লা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
×