ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পথই যাদের ঠিকানা...

প্রকাশিত: ০৫:৪৭, ২০ নভেম্বর ২০১৪

পথই যাদের ঠিকানা...

কর্মক্লান্ত শিশু। সড়কের আইল্যান্ডে বসে হাতের ওপর মাথা রেখে ঘুমুচ্ছে। একটু জিরিয়ে নিচ্ছে। গাড়িতে মালামাল উঠিয়ে দেয়ার কাজ করে সে। যাত্রীরা বড় বড় বোঝা নিয়ে আসে, সেগুলো মাথায় করে যথাস্থানে পৌঁছে দেয়া তার কাজ। বিনিময়ে মিলে সামান্য অর্থ। ভুল হলে থাপ্পড় বা লাথিও ভাগ্যে জুটতে পারে। তবু বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করে যেতে হয় তাকে। এরাই পথশিশু। জন্ম পথে, বেড়ে ওঠাও পথে। ঘুম, খাওয়া, বিশ্রাম সবই এই পথে। এই পথই তাদের ঠিকানা। কেউ কেউ নদীভাঙ্গা এলাকা থেকে আসে। আগ্রাসী নদী সব কেড়ে নিলে শেষে তারা রাজধানীতে চলে আসে। আবার অনেকে স্বামী পরিত্যক্তা বা বিধবা মায়ের সন্তান। রুটিরুজির সংগ্রামে এরা আসে পথে। ছবিটি মহাখালীর বাস টার্মিনালের সামনে থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×