ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে তিন ভুয়া চিকিৎসক শনাক্ত ॥ ৪ ক্লিনিক বন্ধ

প্রকাশিত: ০৫:৩১, ২০ নভেম্বর ২০১৪

দাউদকান্দিতে তিন ভুয়া চিকিৎসক শনাক্ত ॥ ৪ ক্লিনিক বন্ধ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৯ নবেম্বর ॥ বুধবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন অফিসের একটি মোবাইল টিম ঝটিকা অভিযান চালিয়ে দাউদকান্দিতে ৩ ভুয়া ডাক্তার শনাক্ত এবং ৪টি ক্লিনিক সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আধুনিক হাসপাতালের ভুয়া ডাক্তার ফৌজিয়া জামান, নিউ মডার্ণ ডায়াগনস্টিক এ্যান্ড ডেণ্টাল কেয়ারের ভুয়া ডাক্তার মোঃ খোরশেদ আলম ও ডাক্তার সুষমা খানম মোবাইল টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। মোবাইল টিমের সদস্যগণ পালিয়ে যাওয়া ডাক্তারদের দেখতে চাইলে তারা কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। এ প্রেক্ষিতে গৌরীপুরের আধুনিক হাসপাতাল, নিউ মডার্ণ ডায়াগনস্টিক এ্যান্ড ডেণ্টাল কেয়ার, নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান ছিদ্দিকী ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া।
×