ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মৃতির মিনার যেন আখড়া...

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ নভেম্বর ২০১৪

স্মৃতির মিনার যেন আখড়া...

‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে’Ñ কবিতার এই ছত্রটি পড়ে একটু থমকে দাঁড়ায় পথচারীরা। স্থান ঢাকার অতিপরিচিত ওসমানী উদ্যান। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ১১ নং সেক্টরের শহীদ মুক্তযোদ্ধাদের স্মৃতি রক্ষায় তৈরি করা হয়েছে একটি মিনার। কিন্তু এটি যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে নির্মিত স্মৃতির মিনার তা বুঝে ওঠার জো নেই। কাছে গেলে দেখা যায় এটি যেন মাদকের আখড়া, আর উঠতি বখাটেদের আড্ডাখানা। চারপাশে ছড়িয়ে আছে বিড়ি সিগারেটের উচ্ছিষ্ট ফিল্টার ও ফেনসিডিলের বোতলসহ নানা আবর্জনা। স্মৃতির মিনারের পবিত্রতা রক্ষায় যেন দেখার কেউ নেই। এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা এ ঘটনাকে মুক্তিযোদ্ধাদের জন্য চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার ছবিটি ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×