ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বনদস্যুদের তা-ব অপহরণ, ৩ জেলে গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ নভেম্বর ২০১৪

বাগেরহাটে বনদস্যুদের তা-ব অপহরণ, ৩ জেলে গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরে জেলেদের ওপর বনদস্যুরা বেপরোয়া তা-ব চালিয়েছে। এ সময় বনদস্যুদের ছোড়া গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ হন। সুন্দরবনের আলোরকোলে অবস্থানরত শুঁটকি পল্লীর জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে উপকূলে ফিরছিল। এ সময় বনদস্যু ফরহাদ-জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের ট্রলারে হামলা চালায়। বনদস্যুদের গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ হন এবং কয়েক জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছে। বঙ্গোপসাগর উপকূল বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাচরসহ ১১টি শুঁটকি পল্লীর ২৫ হাজার জেলে-বহরদারদের সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় বনদস্যু আতঙ্ক। বছরের পর বছর ধরে শুঁটকি পল্লীর জেলে বহরদার জীবন-মৃত্যুর মুখোমুখি হয়ে দেশের জন্য শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করলেও তাঁদের ভাগ্য বদলে নেয়া হয়নি কোন উদ্যোগ।
×