ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে ছাত্রলীগের সশস্ত্র মহড়া ॥ প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ নভেম্বর ২০১৪

বাকৃবিতে ছাত্রলীগের সশস্ত্র মহড়া ॥ প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ, ১৮ নবেম্বর ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সশস্ত্র মহড়া ও গুলি বর্ষণসহ ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুন অর রশিদ মঙ্গলবার অভিযোগ করে জানান, পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে মহড়াসহ বোমাবাজি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি মঙ্গলবার ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানকে অবহিত করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিম জানান, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারে চেষ্টা চলছে। অপরদিকে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দের ডাকে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাসের বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে জমায়েত হতে থাকে শিক্ষার্থীরা। কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীদের ডাকে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে যোগ দেয় সমাবেশে। সমাবেশে বলা হয়, বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে অনুপ্রবেশ বন্ধ ও গ্রেফতারসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। পরে বেলা ১টার দিকে সর্বস্তরের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে মানববন্ধন করে।
×