ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র ঋণ ও কৃষি খাতে প্রভিশন সংরক্ষণে শর্ত শিথিল

প্রকাশিত: ০৪:৩৬, ১৯ নভেম্বর ২০১৪

ক্ষুদ্র ঋণ ও কৃষি খাতে প্রভিশন সংরক্ষণে শর্ত শিথিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্রঋণ ও কৃষি খাতে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ দুটি খাতে প্রভিশনিংয়ের হার কমানো হয়েছে। এখন থেকে এ ধরনের একশ’ টাকা ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আড়াই টাকা করে প্রভিশন রাখতে হবে। এর আগে কৃষি ও ক্ষুদ্র ঋণে পাঁচ টাকা হারে সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হতো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি ও ও ক্ষুদ্রঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে আগের নির্দেশনা সংশোধন করে সাধারণ প্রভিশনের হার কমানো হয়েছে। তবে কৃষি ও ক্ষুদ্র খাতের সাব-স্ট্যান্ডার্ড বা নিম্নমান এবং ডাউডফুল বা সন্দেহজনক মানে শ্রেণীকৃত ঋণের ক্ষেত্রে আগের মতোই পাঁচ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে।
×