ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গার্মেন্টসে ॥ মজেনা

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ নভেম্বর ২০১৪

অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গার্মেন্টসে ॥ মজেনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা। তিনি বলেন, এ দেশের পোশাক শিল্পের উন্নয়নের খবর মার্কিন সরকারকে জানানো হবে। অদূর ভবিষ্যতে তৈরি পোশাক রফতানি খাতে বাংলাদেশ হবে পৃথিবীর এক নম্বর দেশ বলে তিনি আশাপ্রকাশ করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে অবস্থিত কনকর্ড গার্মেন্টস কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কনকর্ড গার্মেন্টস’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ঠিকমতো কমপ্লায়েন্স মেনে চললে এ দেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে। তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান অর্জন করবে এবং তৈরি পোশাকের প্রিমিয়ার ব্র্যান্ডে পরিণত হবে। আমার মতে, তৈরি পোশাক প্রস্তুতে বাংলাদেশ বিশ্বের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে তৈরি পোশাক রফতানি খাতে বাংলাদেশ হবে পৃথিবীর এক নম্বর দেশ। ইতোমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে।
×