ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম হেনরির প্রথম স্ত্রীর লেখা চিঠি নিলামে

প্রকাশিত: ০৪:৪৪, ১৩ নভেম্বর ২০১৪

অষ্টম হেনরির প্রথম  স্ত্রীর লেখা চিঠি  নিলামে

ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির প্রথম স্ত্রী ক্যাথেরিন অব এ্যারাগনের লেখা একটি চিঠি আগামী সপ্তাহে ফ্রান্সে নিলামে উঠতে যাচ্ছে। এ্যারাগন তাঁর বিয়ে রক্ষা করতে পোপের কাছে অনুরোধ জানিয়ে চিঠিটি লিখেছিলেন ১৫২৯ সালের অক্টোবর মাসে। চিঠিটি ব্রিটিশ ইতিহাসের বিশেষ তাৎপর্য নির্দেশ করে। প্যারিসের নিলাম সংস্থা আইডার নর্ডম্যানের নিলামে এক দুর্লভ দলিল ওই চিঠিটি নবেম্বরের ১৮-১৯ তারিখে বিক্রি হবে। ক্যাথেরিন অব এ্যারাগনের স্বাক্ষর করা চিঠিটি এক স্প্যানিশ কার্ডিনালের কাছে পাঠানো হয়। ওই কার্ডিনাল তাঁর আত্মীয় ছিলেন। এতে তিনি তাঁদের বিয়ে বিচ্ছেদে অষ্টম হেনরির প্রচেষ্টায় বাধা দিতে পোপের সহায়তা চেয়েছিলেন। রাজা এই বিয়ে বিচ্ছেদ চাইছিলেন কারণ রানী কোন পুত্র সন্তানের জন্ম দিতে ব্যর্থ হয়েছিলেন। হেনরির বিয়ে বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান করে রোম। এর ফলে রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে হেনরির বিভেদ সৃষ্টি হয় এবং এরপর হেনরি নিজেকে চার্চ অব ইংল্যান্ডের প্রধান ঘোষণা করেন। হেনরি বিয়ে বিচ্ছেদ করে ক্যাথেরিনের তরুণী গৃহপরিচারিকা এ্যানি বোলিনকে বিয়ে করতে চেয়েছিলেন। স্প্যানিশ বংশোদ্ভূত ক্যাথেরিনের প্রথম স্বামী ছিলেন অষ্টম হেনরির বড় ভাই প্রিন্স আর্থার। আর্থার মারা যাওয়ার পর ক্যাথেরিনকে বিয়ে করেন হেনরি এবং ১৫০৯ সাল থেকে ১৫৩৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের রানী ছিলেন। আইডার নর্ডম্যান আশা করছেন, ১৫২৯ সালের ৩ অক্টোবর তারিখে লেখা চিঠিটির দাম উঠবে ‘৩৫ হাজার ইউরো থেকে ৪০’ হাজার ইউরো। এই চিঠিটি ফ্রান্সের ক্লদ দি ফ্লেরসের ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল। এই সংগ্রহশালায় ব্রিজিত বার্দোত, কোকো শানেল ও ভিক্টর হুগোর রক্ষিতা জুলি দ্রোয়েটের মতো বিখ্যাত নারীদের লেখা গোপন চিঠি রয়েছে। টেলিগ্রাফ অনলাইন।
×