ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় সিলেট ও নারায়ণগঞ্জে দুই জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:৩১, ১৩ নভেম্বর ২০১৪

হত্যা মামলায় সিলেট ও নারায়ণগঞ্জে দুই জনের ফাঁসি

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেট হোটেল মালিক হত্যাকা-ে বন্ধুর ফাঁসি, অপর দুইজনের যাবজ্জীবন, নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় একজনের মৃত্যুদ- ও টাঙ্গাইলে এক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- সিলেট ॥ নগরীর হোটেল অনুরাগের মালিক আতিকুর রহমান হত্যা মামলায় বুধবার দুপুরে নিহতের বন্ধু শফিককে ফাঁসি ও অপর দুইজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা। ফাঁসির দ-প্রাপ্ত আসামি হচ্ছে ঢাকার হাজারীবাগের ২৮ গণকটুলি লেনের হাজী রহমত উল্লাহর পুত্র শফিকুর রহমান শফিক (৩২)। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হচ্ছে- ঢাকার ললিত মোহন দাস লেনের মৃত আজমল হোসেনের পুত্র সুমন প্রকাশ মামা সুমন (৩০) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার পুত্র খোকন (৩০)। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী ওরফে বাবুকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের দুই নং অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মিয়াজী সহিদুল আলম চৌধুরী এ আদেশ দেন। একই মামলায় তাকে আদালত আরও সাত বছরের কারাদ- দিয়েছেন। টাঙ্গাইল ॥ নাগরপুরে জহুরুল ইসলাম হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এহসানুল হক এ আদেশ দেন। দ-িতরা হলো- নাগরপুরের কলিয়া গ্রামের জাকির হোসেন, ইব্রাহীম খলিল খোকন, চৌবাড়িয়া গ্রামের এবাদত আলী, সরোয়ার হোসেন ও দুয়াজানী কেইতারভাঙ্গা গ্রামের শাহীনূর।।
×