ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ আলী সিদ্দিকী স্মরণে মিউজিক স্টেশন

প্রকাশিত: ০৪:৩০, ১৩ নভেম্বর ২০১৪

মোহাম্মদ আলী সিদ্দিকী স্মরণে মিউজিক স্টেশন

স্টাফ রিপোর্টার ॥ ষাট, সত্তর ও আশির দশকের খ্যাতনামা সঙ্গীতশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী। তাঁর অসাধারণ সব গান তৎকালীন সময়ে সঙ্গীতপ্রেমী মানুষের মনে অন্য রকম আবেশ সৃষ্টি করত। বিশেষ করে ‘ঐ দূর দূর দূরান্তে’, ‘জানতাম যদি শুভঙ্করের ফাঁকি’, ‘হেসে খেলে জীবনটা যদি কেটে যায়’, ‘হৈ হৈ রঙ্গিলা’ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে করেছে সমৃদ্ধ। সম্প্রতি এ শিল্পী চলে গেছেন না ফেরার দেশে। বরেণ্য এ শিল্পীর স্মরণে আরটিভির নিয়মিত লাইভ মিউজিক অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’ প্রচার হবে বিশেষ পর্ব। বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের আলোচনা অনুষ্ঠানে গান করবেন শিল্পী দিঠি আনোয়ার ও অপু। এ শিল্পীরা শ্রোতাদের পছন্দসহ মোহাম্মদ আলী সিদ্দিকির গান করবেন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সঙ্গীতের নানা বিষয় নিয়ে। সফিক পাহাড়ীর প্রযোজনায় মিউজিক স্টেশন অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ১১-২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
×