ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আধিপত্যের লড়াই

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ শিবির সংঘর্ষ, আতঙ্ক

প্রকাশিত: ০৪:৫৭, ১২ নভেম্বর ২০১৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ শিবির সংঘর্ষ, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ নবেম্বর ॥ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে ২০১৪-’১৫ সেশনের অনার্স ১ম বর্ষের ফরম বিতরণের সময় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় এ ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপসহ অস্ত্রের মহড়া দেয় কয়েকজন। এ সময় কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় অনার্স ১ম বর্ষের ফরম বিতরণের সময় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ক্যাম্পাসে ৮/৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে এতে কেউ আহত হয়েছে কি-না তা জানা যায়নি। হামলার সময় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা ভয়ে দিক-বিদিক ছুটাছুটি শুরু করে। কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন চৌধুরী জানান, ভিক্টোরিয়া কলেজে দুইটি ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি-না তা নিশ্চিত করে বলতে পারছি না।
×