ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিøমেস্ট মোবাইল ফোন সেটের চাহিদা বাড়ছে

প্রকাশিত: ০৪:৪০, ১২ নভেম্বর ২০১৪

সিøমেস্ট মোবাইল ফোন সেটের চাহিদা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিøমেস্ট মোবাইল ফোন সেট দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সর্বাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক সুপার এ্যামোলেড টেকনোলজির ডিসপ্লে, উচ্চগতির থ্রি-জি সেবা, যা দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এবং ডাটা ট্রান্সফারের সহায়ক হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। মোবাইল বাজারে বিক্রি বেড়েছে প্রায় সব ধরনের সিøমেস্ট সেটের। এর আগে সবচেয়ে সিøম (পাতলা) ফোন ছিলো ওয়ালটনের প্রিমো এক্স-থ্রি। এবার তারচেয়েও স্লিম ও হালকা ফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। মডেলটির নাম প্রিমো এক্স-থ্রি মিনি। বাজারে আসার আগেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই সেট নিয়ে। এক্স-থ্রি মিনিকে বলা হচ্ছে দেশের সবচেয়ে পাতলা ও হালকা সেট। ওজন মাত্র ৯৭ গ্রাম। পুরুত্ব ৫.১ মিলিমিটার। প্রতিষ্ঠানটির অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, সাশ্রয়ী মূল্যে উচ্চমানসম্পন্ন হ্যান্ডসেট বাজারে আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে দেশের সবচেয়ে পাতলা ও হালকা ফোন। দেশীয় ব্র্যান্ডের এই সেট ব্যবহারকারীরা সব ধরনের মোবাইল প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।
×