ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবলের উন্নয়নে বাফুফের লটারি

প্রকাশিত: ০৪:৩৭, ১২ নভেম্বর ২০১৪

ফুটবলের উন্নয়নে বাফুফের লটারি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফোঁটা ফোঁটা জল দিয়ে যেমন সাগর গঠিত হয়, তেমনি একটি একটি করে টিকেট কিনলে তার অর্থ দিয়ে গঠিত হতে পারে বাংলাদেশের ফুটবলের সুনীল ভবিষ্যত।’ কথাটা যার, তাঁকে বলা হয় বাংলাদেশ ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। হ্যাঁ, ঠিক ধরেছেনÑ কাজী মোঃ সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উদীয়মান ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ ফুটবলের পুনর্জাগরণ এবং ফুটবলের মান উন্নয়নের জন্য বাফুফে ঘোষিত ‘ভিশন ২০২২’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ‘বাফুফে লটারি ২০১৪’ আয়োজনের জন্য অনুমতি দিয়েছে। বাফুফে লটারির টিকেট বিক্রয় করে যে অর্থ সংগ্রহ করা হবে তা শুধু দেশের ফুটবলের উন্নয়নের ব্যয় করা হবে। ফুটবলের পুনর্জাগরণ ও দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে লটারির মাধ্যমে বাফুফে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এই লটারি টিকেট আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে মঙ্গলবার মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনের কনফারেন্স রুমে লটারি টিকেট বিক্রয় কার্যক্রমের এক উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও বাফুফে লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং লটারি পরিচালনা প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনালের কর্ণধার আলম কবির। তথ্যমন্ত্রী ইনুও একসময় নামকরা ফুটবলার ছিলেন। সালাউদ্দিন ও তিনি একসঙ্গে মোহামেডান ক্লাবের হয়েও খেলেছেন। সংবাদ সম্মেলনে ইনু বলেন, ‘একটি লটারির টিকেট কেনা মানে চমৎকার একটি ফুটবল দল গড়ার পথে সহায়তা করা।’ লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। ড্র অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই প্রথম গ্রাহকদের জন্য টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা অথবা ঢাকায় একটি অত্যাধুনিক ফ্ল্যাটবাড়িসহ সর্বমোট অর্ধকোটি টাকার ১১৬৫টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
×